ইনসাইড বাংলাদেশ

সংসদে শেষ বক্তৃতা দিলেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/10/2018


Thumbnail

নির্বাচনে আর অংশগ্রহণ করবেন না জানিয়ে গতকাল মঙ্গলবার রাতে সংসদে শেষ বক্তব্য দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বক্তব্যে সকলের কাছ থেকে বিদায়ও নেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘আমি আর নির্বাচন করছি না। এ জন্য এটা আমার শেষ বক্তৃতা।’

জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার জীবনে যা করতে সক্ষম হয়েছি, তার প্রধান কারণ হলো মানুষের দোয়া। মানুষের দোয়াই আমাকে উৎসাহিত করেছে। আমি অবসরে যাচ্ছি, এটা ঠিক তবে চলে যাচ্ছি না। সংশ্লিষ্ট থাকবো। তবে অর্থমন্ত্রীর যে গুরু দায়িত্ব, তা আর পালন করছি না।’

গতকালের অধিবেশনে বক্তব্যদানকালে অর্থমন্ত্রী আবেগাপ্লুত হয়ে পড়েন। নিজের সফলতার পেছনে দেশবাসীর অবদান রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশের ইতিহাসে আবুল মাল আবদুল মুহিতই অর্থমন্ত্রী হিসেবে সবচেয়ে বেশি বাজেট পেশ করেছেন। অর্থমন্ত্রীর পদে আর না থাকলেও দেশের কাজে নিজেকে সংশ্লিষ্ট রাখবেন বলে জানিয়েছেন তিনি।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭