ইনসাইড বাংলাদেশ

‘নিরাপদ সমুদ্রাঞ্চল গড়ে তুলতে বাংলাদেশ বদ্ধপরিকর’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/10/2018


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিরাপদ সমুদ্র অঞ্চল গড়ে তুলতে বাংলাদেশ বদ্ধপরিকর। এ জন্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে।

আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে ১৪ তম এশিয়ান কোস্টগার্ডের উচ্চ পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী এই কথা বলেন।

কোনো একক দেশের পক্ষে নিরাপদ সমুদ্র রক্ষা করা সম্ভব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে মিলিতভাবে আমাদের কোস্টগার্ড সমুদ্র অঞ্চলের নিরাপত্তা রক্ষা করবে এটাই আমরা প্রত্যাশা করি।’

সমুদ্র সম্পদ কাজে লাগাতে পারলে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে বলেও নিজ বক্তব্যে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলা ইনসাইডার/এসএইচটি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭