ইনসাইড পলিটিক্স

এর পরেও ড. কামাল কি বলবেন?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/10/2018


Thumbnail

সিলেটে নগরের রেজিস্ট্রারি মাঠে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাইলেন খালেদা জিয়ার মুক্তি এবং ড. কামাল হোসেন চাইলেন জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ।

জগাখিচুড়ি মার্কা ঐক্যফ্রন্টের আজকের সমাবেশে ড. কামাল হোসেন ছিলেন প্রধান অতিথি। প্রধান অতিথির ভাষণে তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, জনগণ হবে ক্ষমতার মালিক। সেটি বাস্তবায়ন করতে হবে।’

অপরদিকে ঐক্যফ্রন্টের প্রধান বক্তা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর বক্তব্যে বলেন, ‘নির্বাচনের তফসীল ঘোষণার আগে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তারেক রহমানসহ সকলের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।’

অথচ কয়েক দিন আগেই ড. কামাল হোসেন বলেছিলেন তারেক রহমানের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নাই। ড.কামাল হোসেন আজ যে সমাবেশের প্রধান অতিথি ছিলেন, সেই সমাবেশস্থলের পুরো সমাবেশেই ছিল তারেক জিয়ার মামলা প্রত্যাহার এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান ও প্লাকার্ডে ভরা। ড. কামাল হোসেন যখন মঞ্চে বসে ছিলেন তখন তারেক জিয়ার নামে স্লোগান দিচ্ছিলেন বিএনপির নেতাকর্মীরা। এর পরেও ড. কামাল হোসেন কি বলবেন?

বাংলা ইনসাইডার/আরকে

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭