ইনসাইড বাংলাদেশ

সেই ৪ পুলিশ সদস্য বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/10/2018


Thumbnail

রাজধানীর রামপুরায় টিভি সেন্টার এলাকায় মধ্যরাতে সিএনজিতে থাকা এক তরুণীকে তল্লাশির নামে হেনস্তা করার অভিযোগে সংশ্লিষ্ট এক এএসআই ও তিন কনস্টেবলকে বরখাস্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

আজ বুধবার পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

এ বিষয়ে সোহেল রানা বলেন, মোট চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের একজন রামপুরা থানার এএসআই ও বাকি তিনজন পিএমও (পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট) পূর্ব বিভাগের।

সোহেল রানা আরও জানান, এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) খিলগাঁও বিভাগের সহকারী কমিশনারকে (এসি) সেই  তদন্ত কমিটির প্রধান করা হয়েছে । তদন্ত প্রতিবেদনের পরে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

গত ২২ অক্টোবর, সোমবার মধ্যরাতে রাজধানীর রামপুরা এলাকায় চেকপোস্টে তল্লাশির নামে সিএনজিচালিত অটোরিকশার এক নারী যাত্রীকে হেনস্তা করেন কয়েকজন পুলিশ সদস্য। এরপর তরুণীর সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার  ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

বাংলা ইনসাইডার/বিকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭