ইনসাইড বাংলাদেশ

বিশ্বের সবচেয়ে লম্বা মানুষের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/10/2018


Thumbnail

বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ জিন্নাত আলী। বর্তমানে তিনি নানা শারীরিক সমস্যায় ভুগছেন। বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে জিনাত আলি দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। এসময় তাঁর চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন প্রধানমন্ত্রী।

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া বড়বিল গ্রামের বাসিন্দা জিন্নাত। ১২ বছর বয়স থেকেই তার উচ্চতা দ্রুত বাড়তে থাকে। জিন্নাত আলী বর্তমানে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন রয়েছেন।

কক্সবাজার-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য সাইমুর সরওয়ার কমল দীর্ঘকায় জিন্নাত আলীকে সংসদ ভবনে নিয়ে আসেন।  

হাসপাতালের নথিতে জিন্নাতের উচ্চতা ৭ ফুট ৬ ইঞ্চি। তবে  দাবি করা হচ্ছে, জিন্নাত আলীর উচ্চতা ৮ ফুট ৬ ইঞ্চি। যদি তাই হয় তাহলে তিনি বিশ্বের সবচেয়ে দীর্ঘকায় মানুষ। কারণ গিনেস বুকের রেকর্ডস অনুযায়ী, বর্তমান বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত মানুষের উচ্চতা ৮ ফুট ৩ ইঞ্চি।

বাংলা ইনসাইডার/আরকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭