ইনসাইড বাংলাদেশ

বিএনপি-ঐক্যফ্রন্ট নেতাদের জামিনের বিরুদ্ধে আপিল শুনানি ২৯ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/10/2018


Thumbnail

ব্যারিস্টার মইনুল, ডা. জাফরুল্লাহ এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের ১০ নেতার আগাম জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানির জন্য আগামী ২৯ অক্টোবর দিন ধার্য করেছে আদালত।

আজ বৃহস্পতিবার আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বিএনপি-ঐক্যফ্রন্টের নেতাদের পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন ও জয়নুল আবেদীন।

অ্যাটর্নি জেনারেল আদালতে বলেন, এসব মামলায় হাইকোর্টের আদেশ পেয়েছি। আমরা এখন সিপি (লিভ টু আপিল) করবো। নট টু ‍ডে চাই। এর পরিপ্রেক্ষিতে আদালত মামলার শুনানি সোমবার পর্যন্ত মুলতবি করেন। 

এর আগে নাশকতার বিভিন্ন মামলায় চলতি মাসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, বরকত উল্লাহ বুলু ও বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেনের আগাম জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। আর আশুলিয়ায় চাঁদাবাজির মামলায় ঐক্যফ্রন্টের ডা. জাফরুল্লাহ চৌধুরী এবং মানহানির মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনকে আগাম জামিন দেওয়া হয়।

এরপর এই নেতাদের আগাম জামিন দিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

বাংলা ইনসাইডার/এসএইচটি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭