ইনসাইড বাংলাদেশ

আমাদের আক্রমণ করলে জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/10/2018


Thumbnail

কেউ আমাদের আক্রমণ করলে তার কঠিন জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে যশোরে বিমানবাহিনী একাডেমিতে বঙ্গবন্ধু কমপ্লেক্স ও বেশ কিছু প্রকল্প উদ্বোধণের সময় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয় আমরা এই নীতিতে বিশ্বাসী। তবে আমাদের আক্রমণ করা হলে তার জবাব দেওয়া হবে। বহিঃশত্রুর আক্রমণ মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই অগ্রযাত্রায় আরও কাজ করতে হবে।’

দুর্যোগ মোকাবিলায় বিমানবাহিনী অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগামীতে ক্ষমতায় এলে বিমানবাহিনীকে ঢেলে সাজানো হবে।

বাংলা ইনসাইডার/আরকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭