ওয়ার্ল্ড ইনসাইড

যৌন হেনস্তার অভিযোগে ৪৮ কর্মী ছাঁটাই গুগলের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/10/2018


Thumbnail

যৌন হেনস্তার অভিযোগে ৪৮ কর্মীকে ছাঁটাই করেছে টেক জায়ান্ট গুগল। ছাঁটাইকৃতদের মধ্যে ১৩ জনই কোম্পানিটির উচ্চ পর্যায়ে কর্মরত ছিলেন বলে জানা গেছে। গত দুই বছরে ওই কর্মীদের ছাঁটাই করা হয়েছে বলে এক বিবৃতির মাধ্যমে জানিয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই।

সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনের প্রতিক্রিয়ায় পিচাই ওই বিবৃতি দেন বলে জানা গেছে। বিবৃতিতে পিচাই বলেন, বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন কোম্পানিটি অশোভন আচরণের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। কর্মক্ষেত্র নিরাপদ ও সুন্দর রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছিল, অ্যান্ডি রুবিন নামে এক অ্যান্ড্রয়েড সফটওয়্যার নির্মাতার বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ পাওয়ার পরেও তাকে প্রায় ৯ কোটি ডলারের এক্সিট প্যাকেজ দিয়েছিল গুগল।

পিচাই তার বিবৃতিতে বলেন, আমরা নিশ্চিত করতে চাই যে, প্রতিটি যৌন হেনস্তা অথবা অশোভন আচরণের অভিযোগ আমরা খতিয়ে দেখে থাকি। আমরা এসব অভিযোগ তদন্ত করি এবং এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করি।

বাংলা ইনসাইডার/এএইচসি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭