ওয়ার্ল্ড ইনসাইড

দিল্লিতে গ্রেপ্তার রাহুল গান্ধী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/10/2018


Thumbnail

ক্ষমতাসীন মোদি সরকারের বিরুদ্ধে পথে নামলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ আজ শুক্রবার দিল্লির সিবিআই দপ্তরের সামনে তাঁর নেতৃত্বে রাস্তায় নামে কংগ্রেস ৷ এ সময় কংগ্রেসের মিছিল আটকে দেয় পুলিশ ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে গ্রেপ্তার করে। ভারতীয় গণমাধ্যম সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

সিবিআই অধিকর্তা অলোক বর্মার অপসারণের প্রতিবাদে সকাল থেকেই বিক্ষোভ করছে কংগ্রেস। দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভে রাহুল গান্ধীর যোগ দিলে তাতে বিক্ষোভে অন্য মাত্রা এনে দেয়৷ কংগ্রেস কর্মীরা আরও উজ্জীবিত হয়ে যায়৷

আন্দোলনের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন রাহুল৷ সিবিআই কর্মকর্তার অপসারণ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোঁচা মেরে তিনি বলেন, ‘চৌকিদার চোর হ্যায়৷’ রাহুলের নেতৃত্বে কংগ্রেসের মিছিল রওনা দেয় সিবিআই সদর দপ্তরের দিকে৷ সিবিআইয়ের সদর দপ্তর থেকে ৫০০ মিটার দূরে কংগ্রেসের মিছিল আটকে দেয় পুলিশ৷ কংগ্রেস কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সিবিআই সদর দপ্তরের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন৷ তাতে বাধা দেয় পুলিশ৷

পুলিশের ব্যারিকেডের উপর রাহুলকেও উঠে পড়তে দেখা যায়৷ এ সময় রাহুলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে লোধি রোডের থানায় গিয়ে প্রতীকী গ্রেপ্তার বরণ করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ কংগ্রেস সভাপতির মতোই প্রতীকী গ্রেপ্তার বরণ করেন কংগ্রেসের অন্যান্য শীর্ষ নেতারাও৷

গ্রেপ্তার হওয়ার পর রাহুল বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি দেশের সব সংস্থাকে ধ্বংস করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে৷’

টুইট করে কংগ্রেস সভাপতির গ্রেপ্তারের খবর দেন দলীয় নেতা রণদীপ সূরযেওয়াল৷ তিনি লেখেন, সিবিআই সদর দপ্তরের বাইরে রাহুল গান্ধী সহ যেসব কংগ্রেস নেতারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের গ্রেপ্তার করা হয়েছে৷

বাংলা ইনসাইডার/জেডআই



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭