ইনসাইড বাংলাদেশ

সরকারকে চিঠি দেবে ঐক্যফ্রন্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/10/2018


Thumbnail

সাত দফা দাবি ও বিভিন্ন লক্ষ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, নির্বাচন কমিশনসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি দিয়ে জানাবে জাতীয় ঐক্যফ্রন্ট। আগামীকাল রোববার থেকে ডাকযোগে এই চিঠি পাঠানো হবে।

গতকাল শুক্রবার গভীর রাতে ড. কামাল হোসেনের বাসভবনে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠক থেকে সরকারকে এই চিঠি পাঠানোর  সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জাতীয় ঐক্যফ্রন্টের সদস্য সচিব অ্যাডভোকেট মোস্তফা আমিন এ বিষয়ে বলেন, ‘শনিবার সরকারি অফিস-আদালত বন্ধ থাকায় আগামীকাল রোববার থেকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ চিঠিতে জাতীয় ঐক্যফ্রন্টের দাবিগুলো বিস্তারিত উল্লেখ থাকবে বলেও তিনি জানান। 

জাতীয় ঐক্যফ্রন্টের একটি সুত্র থেকে জানা যায়, চিঠি দেওয়ার পর রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য সময় চাইবেন ঐক্যফ্রন্টের নেতারা। রাষ্ট্রপতিকেও তারা তাদের দাবি দাওয়াগুলো জানাবেন। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার স্থগিত চেয়ে ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন আদালতেও যেতে পারেন বলে জানিয়েছে সূত্রটি।

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭