ইনসাইড বাংলাদেশ

সস্তা ভ্রমণের তালিকার শীর্ষ দশে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/10/2018


Thumbnail

পর্যটকদের জন্য সবচেয়ে সস্তায় ভ্রমণের সেরা ১০টি দেশের তালিকা প্রকাশ করেছে লোনলি প্ল্যানেট ডটকম। তাদের তালিকা অনুযায়ী, বাংলাদেশ রয়েছে সপ্তম স্থানে।

লোনলি প্ল্যানেট ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ বৈচিত্র্যে ভরপুর একটি দেশ। একেকটি শহর একেক রকম। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের অবস্থান দেশটির কক্সবাজারে। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনের অবস্থানও বাংলাদেশে। এছাড়াও রয়েছে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত স্থান- ষাট গম্বুজ মসজিদ ও পাহাড়পুরের বৌদ্ধ বিহার। প্রতিবেদনে আরও বলে হয়েছে, যেকোন দেশের পর্যটকরাই সস্তায় ভ্রমণের জন্য বেছে নিতে পারেন বাংলাদেশকে।

লোনলি প্ল্যানেট ডটকমের সস্তায় ভ্রমণের তালিকার প্রথম স্থানে রয়েছে মিসরের সাউদার্ন নিল ভ্যালি। এরপরের স্থানগুলোয় যথাক্রমে পোল্যান্ডের ওজ, যুক্তরাষ্ট্রের গ্রেট স্মোকি মাউন্টেনস ন্যাশনাল পার্ক। এরপরের অবস্থানে রয়েছে মালদ্বীপ। আর্জেন্টিনা রয়েছে ষষ্ঠ স্থানে। অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে আলবেনিয়া, ইকুয়েডর ও স্লোভেনিয়া।

বাংলা ইনসাইডার/এএইচসি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭