ইনসাইড বাংলাদেশ

‘বাংলাদেশের কেউ ক্ষুধার্ত থাকবে না’ 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/10/2018


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের কোনো মানুষ ক্ষুধার্ত ও গৃহহীন থাকবে না। আজ শনিবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়ায় আবাসন প্রকল্প ‘স্বপ্নের ঠিকানা’সহ ১৬টি প্রকল্পের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। 

প্রধানমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত দারিদ্র্য মুক্ত সোনার বাংলা। ইতিমধ্যে দেশ ক্ষুধামুক্ত হয়েছে, ২০২০ সালের মধ্যে দেশ দারিদ্র মুক্তও হবে। ২০২০ থেকে ২০২১ সাল আমরা মুজিব বর্ষ হিসেবে ঘোষণা দিয়েছি। এই সময়ের মধ্যে বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত বাংলাদেশ।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে আরও বলেন, বাংলাদেশের কোনো মানুষ গৃহহারা থাকবে না। কোনো মানুষ রোগে শোকে ধুঁকে বিনা চিকিৎসায় মরবে না। প্রতিটি ছেলে মেয়ে লেখাপড়া করতে স্কুলে যাবে। উচ্চ শিক্ষায় সুশিক্ষিত হবে।

এসময় প্রধানমন্ত্রী অত্র এলাকায় আওয়ামী লীগ সরকারের আমলে করা বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরগুনায় যাবেন। সেখানে ২১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। বিকেল ৩টায় তালতলী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ভাষণ দেবেন তিনি।

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭