ইনসাইড বাংলাদেশ

সরকারকে কাঠগড়ায় দাঁড় করানোর হুমকি দিলেন ড. কামাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/10/2018


Thumbnail

বর্তমান সরকার অসাংবিধানিক কর্মকাণ্ড করছে এমন অভিযোগ করে সরকারকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর হুমকি দিলেন ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন।

আজ শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর নাসিমন ভবনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ঐক্যফ্রন্টের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের উদ্দেশ্যে ড. কামাল বলেন, ‘সাত দফা দাবি দিয়েছি, মেনে নিন। না হলে আপনাদের আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বাংলাদেশ কারও পৈত্রিক সম্পত্তি নয়। এদেশের মালিক ১৬ কোটি জনগণ। যারা ১৬ কোটি মানুষকে কষ্ট দেয়। আমি বেঁচে থাকলে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের শাস্তি নিশ্চিত করব।

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা আজ সকালে চট্টগ্রামে পৌঁছান। ঐক্যফ্রন্টের নেতারা সকালে আমানত শাহ’র মাজার জিয়ারত করেন।  

উল্লেখ্য, জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর আজ দ্বিতীয় সমাবেশ চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে। প্রথম সমাবেশ হয়েছিল গত ২৪ অক্টোবর সিলেটে।

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭