ইনসাইড বাংলাদেশ

‘আগামী বছর বিনিয়োগ ৮ শতাংশ বৃদ্ধি পাবে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28/10/2018


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আগামী বছর থেকে বিনিয়োগ ৮ শতাংশ বৃদ্ধি পাবে।’ আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ডেস্টিনেশন বাংলাদেশ সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই বিষয়ে ব্যবসা না করে বিভিন্ন বিষয়ে উদ্যোক্তা হওয়ার জন্য ব্যবসায়ীদের আহ্বান জানান। নিজ বক্তব্যে সরকারের নেওয়া বিভিন্ন ব্যবসাবান্ধব পদক্ষেপের কথাও উল্লেখ করেন তিনি।

এছাড়া বিদেশে যে ব্যবসায়িরা ডেলিগেট হিসেবে তাঁর সঙ্গে বিদেশ সফরে যান তাঁদেরকে বিদেশি ব্যবসায়ী ও ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে সম্মিলিতভাবে দেশের উন্নয়ন ঘটাতে পারে এমন ব্যবসায় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, কর্মসংস্থান তৈরিতে বেসরকারি খাত আরও উন্মুক্ত করতে চায় সরকার। কেবল শহর নয়, উন্নয়ন গ্রামভিত্তিক হতে হবে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।

দেশের সর্ববৃহৎ ও প্রাচীন বাণিজ্য সংগঠন, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) ৬০ বছর পূর্তি উপলক্ষে আজ রোববার ‘ডেস্টিনেশন বাংলাদেশ’ শীর্ষক এই আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হয়।

বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭