ইনসাইড বাংলাদেশ

‘অবরোধকারীদের আইন সম্পর্কে ধারণা নেই’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28/10/2018


Thumbnail

‘সড়ক পরিবহন আইন-২০১৮’ এর কয়েকটি ধারা সংশোধনের দাবিতে শ্রমিকদের অবরোধ করা বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘যারা অবরোধ করছে, তাদের এই আইন সম্পর্কে কোনো ধারণা নেই।’

আজ রোববার দুপুরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নারী ও শিশু আদালতের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে একথা বলেন আইনমন্ত্রী।  

সড়ক পরিবহন আইন-২০১৮’ প্রসঙ্গে আনিসুল হক বলেন, ‘কঠোর কোনো শাস্তির বিধান রেখে সড়ক পরিবহন আইন তৈরি করা হয়নি। তারপরও শ্রমিকরা না বুঝে এই অবরোধ করছে। তাদের অবরোধ প্রত্যাহারের আহ্বান জানাই।’

গতকাল শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে সারাদেশে রোববার থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘট কর্মসূচির ডাক দেয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭