ইনসাইড পলিটিক্স

বিকল্পধারায় যোগ দিচ্ছে বিএনপির হেভিওয়েটরা?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28/10/2018


Thumbnail

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই বড় ধরনের চমক দেখাতে যাচ্ছে বিকল্পধারা। সাবেক রাষ্ট্রপতি এবং বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা অধ্যাপক বি. চৌধুরীর দলে যোগ দিতে পারেন বিএনপির একটি বড় অংশ। এছাড়াও ২০ দলীয় জোট থেকেও আরও কয়েকটি দল বি. চৌধুরীর নেতৃত্বাধীন জোট যুক্তফ্রন্টে শামিল হতে পারে বলেও জানা গেছে। বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহি বি. চৌধুরী বলেছেন, ‘বিএনপি নিজেরাই তাদের পথ হারিয়ে ফেলেছে। বিএনপি এবং শহীদ জিয়ার আদর্শচ্যুত হয়েছে। তাই সত্যিকারের জিয়ার সৈনিকরা বিএনপিতে অস্বস্তি বোধ করছেন।’ তবে, বিএনপি থেকে কারা বিকল্পধারায় আসছে, তা নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। বিকল্পধারার সূত্রগুলো বলছে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্তত শতাধিক নেতার বিকল্পধারায় যোগদান এখন সময়ের ব্যাপার মাত্র। সরকারবিরেধী নির্বাচনী মোর্চা হিসেবে অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল। যুক্তফ্রন্টে নাগরিক ঐক্য এবং জেএসডি যোগ দেয়। পরে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়া এবং বিএনপির যুক্তফ্রন্টে যোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। কিন্তু চূড়ান্ত পর্যায়ে বিএনপির আগ্রহে ড. কামাল হোসেন অধ্যাপক বি. চৌধুরীকে বাদ দিয়েই ‘জাতীয় ঐক্য ফ্রন্ট’ গঠন করেন। ওই ঐক্যফ্রন্টে যুক্তফ্রন্টের নাগরিক ঐক্য এবং আ.স.ম. আবদুর রবের নেতৃত্বাধীন জেএসডিও যোগ দয়ে। জাতীয় ঐক্য ফ্রন্ট গঠিত হবার দুই দিনের মধ্যে ২০ দলে ভাঙ্গন দেখা দেয়। ২০ দল থেকে দু’টি দল বি. চৌধুরীর সঙ্গে বৈঠক করে। তাঁরা যুক্তফ্রন্টে যোগদানের ঘোষণা দেয়। এর পরপরই বি. চৌধুরীর বিকল্প ধারায় ভাঙ্গন ধরানো হয়। বিকল্পধারা থেকে বেরিয়ে যায় ক্ষুদ্র একটি গ্রুপ। তাঁরা নিজেদের বিকল্পধারা ঘোষণা করে জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেয়। এর পরপরই বেশ ক’জন সাবেক বিএনপি নেতা অবসর ছেড়ে বিকল্প ধারায় যোগ দেন। ভাঙাগড়ার এই পাল্টাপাল্টি খেলা এখনো চলছে। বিকল্পধারার অন্যতম নেতা মাহি বি. চৌধুরী অবশ্য দাবি করেন এটা, এসব ভাঙাগড়ার নাটক বিএনপির একটি ক্ষুদ্র অংশের নোংরা রাজনীতি। তবে, বিএনপির অন্যতম নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ মনে করেন, এই ভাঙাগড়ার খেলায় বিএনপি নয় বরং সরকারের হাত রয়েছে। তাঁর মতে, ‘নির্বাচনে আনতে সরকার রাজনৈতিক দলগুলোকে দুর্বল করার নীতি গ্রহণ করেছে।’

একাধিক সূত্র বলছে, ভাঙাগড়ার রাজনীতির মূল কুশীলব তারেক জিয়া এবং মাহী বি. চৌধুরী। সূত্রমতে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহাবুবুর রহমানের সঙ্গে অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী কথা বলেছেন। এছাড়াও স্থায়ী কমিটির সদস্য অসুস্থ ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সঙ্গেও সাবেক বিএনপি নেতা কথা বলেছেন। বিএনপি নেতা মেজর (অব.) হাফিজ উদ্দিন, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, মেজর (অব.) আখতারুজ্জামানসহ শতাধিক বিএনপি নেতার সঙ্গে বিকল্পধারার যোগাযোগ হয়েছে বলে জানা গেছে। এদের একটি বড় অংশ বিএনপির বর্তমান নেতৃত্বের কঠোর সমালোচক। তাঁরা মনে করছেন, বিএনপি মহাসচিব দলকে ভুল পথে চালাচ্ছেন। বিএনপিতে অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর ভক্ত এবং অনুসারীর সংখ্যা কম নয়। তাঁরা মনে করছে, বিএনপি ভুল পথে চলছে। জিয়ার আদর্শ থেকে বিএনপি অনেক দূরে। এ কারণেই বিকল্পধারায় সহসাই বিএনপি নেতাদের দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ব্যারিস্টার মওদুদ আহমেদ মনে করছেন, ‘এটাও একটা সরকারি চাল। বিএনপি ভাঙার জন্য এটি হবে সরকারের আরেকটি ব্যর্থ প্রয়াস।’

বাংলা ইনসাইডার



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭