ইনসাইড পলিটিক্স

প্রতিক্রিয়াহীন ড. কামাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/10/2018


Thumbnail

বেগম খালেদা জিয়ার রায়ের ব্যাপারে প্রতিক্রিয়া জানালেন না ড. কামাল হোসেন। বললেন, ‘আদালত তাঁর মতো রায় দিয়েছে, এরপর কারো পছন্দ না হলে সে উচ্চ আদালতে যাবে।’ তিনি বলেন, ‘সব ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে হবে কেন?’ কি মামলা ছিল, কি আর্গুমেন্ট হলো এসব কিছু না জেনেই হুট করে রিঅ্যাকশন দেওয়া কি ঠিক? আমরা সবকিছুর মধ্যে রাজনীতি টেনে আনি, এটা ঠিক না।’

আজ সোমবার একটি বিশেষ ট্রাইব্যুনাল জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে ৭ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে। রায়ের পর বিএনপি মহাসচিব এই রায়কে প্রত্যাখান করে সংবাদ সম্মেলন করেছেন। কিন্তু জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ড. কামাল হোসেনের সঙ্গে বিএনপি মহাসচিব যোগাযোগ করলে ড. কামাল এভাবে রায়ের প্রতিক্রিয়া জানাতে অস্বীকৃতি জানান। পরে ড. কামাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঐ মন্তব্য করেন।

বাংলা ইনসাইডার/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭