ইনসাইড বাংলাদেশ

কেন সাজা বাড়ল বেগম জিয়ার?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 30/10/2018


Thumbnail

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ‘জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার মুখ্য আসামি খালেদা জিয়া। মুখ্য আসামি অন্য আসামিদের চেয়ে কম সাজা পেতে পারেন না। কিন্তু নিম্ন আদালতের দেওয়া রায়ে, খালেদা জিয়ার দণ্ড পাঁচ বছর হলেও অন্য পাঁচ আসামির দণ্ড দেওয়া হয়েছিল ১০ বছর। তাই সাজা বাড়ানো হয়েছে বলে আমি মনে করি।’

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে হাইকোর্টে এক সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম একথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে প্রমাণিত হয়েছে জিয়া অরফানেজ মামলার মুখ্য আসামি খালেদা জিয়া। তাই হয়তো আদালত বেগম জিয়ার সাজা বাড়িয়েছেন।’

এর আগে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী দণ্ডপ্রাপ্ত কোনো ব্যাক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। শুধুমাত্র দণ্ড মওকুফ হলে এবং খালাস পেলেই তিনি নির্বাচনে অংশ নিতে পারেন।

আজ সকালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করেন আদালত। খালেদা জিয়ার সাজা বৃদ্ধিতে দুদকের আবেদনে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এছাড়া তারেক জিয়াসহ মামলার অপর ৫ আসামির সাজা ১০ বছর বহাল রেখেছে হাইকোর্ট। রায়ে খালাস চেয়ে করা খালেদা জিয়াসহ তিন আসামির আপিল আবেদনও খারিজ করে দেওয়া হয়।

বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭