ইনসাইড পলিটিক্স

‘খালি হাতে ফিরবো না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 30/10/2018


Thumbnail

জাতীয় ঐক্যফ্রন্ট ও আওয়ামী লীগের মধ্যকার আসন্ন সংলাপ সম্পর্কে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘খালি হাতে নিশ্চয়ই ফিরবো না।’

আজ দুপুরে ডা. জাফরুল্লাহ বাংলা ইনসাইডারকে আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে কিছুই হবে না এমনটা আমরা মনে করি না। আমরা মনে করি, এই সংলাপ থেকে কিছু না কিছু অর্জন হবেই। নির্বাচনকেন্দ্রিক যে সংকট তৈরি হয়েছে সেই সংকট থেকে উত্তরণের পথ আমরা খুঁজে পাবো বলে আশা করি।

নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক প্রজ্ঞারও প্রশংসা করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে শুরু থেকে জড়িত বিএনপিপন্থী এই বুদ্ধিজীবী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে তিনি বলেন, ‘আমি জানি প্রধানমন্ত্রী রাজনৈতিকভাবে অনেক প্রজ্ঞাবান । রাজনৈতিক প্রজ্ঞায় তিনি সবার চেয়ে উপরে বলেই আমি মনে করি। তিনিও চান আগামী নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়।’

আগামী সরকার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী পালন করবে উল্লেখ করে ড. জাফরুল্লাহ বলেন, ‘একটি গ্রহণযোগ্য নির্বাচন শেখ হাসিনাই সবচেয়ে বেশি চান। নিশ্চয়ই আমরা সমাধানের পথে যেতে পারবো।’

ডা. জাফরুল্লাহ  চৌধুরী আরও বলেন, তাঁর (শেখ হাসিনা) কাছে ম্যাজিক আছে। নিশ্চয়ই তিনি জাতিকে একটি ম্যাজিক উপহার দেবেন যেখান থেকে সঙ্কট উত্তরনের পথ আমরা খুঁজে পাবো।

আজ দুপুর ৩টার দিকে ডা. জাফরুল্লাহ  বলেন, কিছুক্ষণের মধ্যেই ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ আলোচনায় বসবে বলে জানান ডা. জাফরুল্লাহ। প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে কারা কারা যাবেন এবং কীভাবে আলোচনা হবে সে বিষয়ে এই বৈঠকেই চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।

সংলাপের বিষয়বস্তু প্রসঙ্গে ডা. জাফরুল্লাহ বলেন, ‘আমরা একটি ৭ দফা দিয়েছি। কিন্তু শুধু ৭ দফা নয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার জন্য যেসব বিষয়ে আলোচনা করা দরকার তার সব দিক নিয়েই আলোচনা করা হবে।’

এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো শর্ত বা গন্ডির মধ্যে থেকে আলোচনা করা হবে না বলেও জানান ডা. জাফরুল্লাহ।

বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭