ইনসাইড পলিটিক্স

বার্নিকাটও শেখ হাসিনার পক্ষে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 30/10/2018


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাট বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিদায়ী সাক্ষাতে প্রধানমন্ত্রীকে একজন অসাধারণ নেতা হিসেবে অভিহিত করেন বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত।

মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে বলেন, আমার সৌভাগ্য যে আপনার মতো একজন বিরল ব্যক্তিত্বের সঙ্গে আমি কাজ করতে পেরেছি। প্রধানমন্ত্রীর কাছ থেকে অনেক কিছু শেখার সৌভাগ্য হয়েছে বলে মন্তব্য করেন বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত।

বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে আরও বলেন, আপনার দূরদৃষ্টি এবং বাংলাদেশ নিয়ে আপনার চিন্তাভাবনা, প্রজ্ঞা অনুকরণীয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগাম অভিনন্দন জানিয়ে বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন। তিনি আশাপ্রকাশ করেন, আগামী নির্বাচনে আবার শেখ হাসিনা নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হবেন এবং বাংলাদেশে অগ্রযাত্রা ও উন্নয়নের যে ধারা তিনি সূচনা করেছেন তা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, শিগগিরই বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মার্শা বার্নিকাটের স্থলাভিষিক্ত হবেন আর্ল রবার্ট মিলার।

বাংলা ইনসাইডার/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭