ইনসাইড বাংলাদেশ

২ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে বিকল্পধারার সংলাপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 30/10/2018


Thumbnail

বিকল্পধারার সঙ্গে আগামী ২ নভেম্বর সংলাপে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর চিঠি নিয়ে বি. চৌধুরীর বাসায় পৌছেছেন আওয়ামী লীগ নেতা অসিম কুমার উকিল।

আজ বিকেলে সংলাপে বসার আগ্রহ দেখিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেন বিকল্পধারার সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

এ বিষয়ে বি. চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম জানিয়েছিলেন, আজ মঙ্গলবার সংলাপে বসার আগ্রহ দেখিয়ে বিকল্পধারার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এই চিঠি নিয়ে গেছেন বিকল্পধারার নেতারা। চিঠিতে নতুন গঠিত ঐক্যফ্রন্টের সঙ্গে বৈঠকে বসার জন্য প্রধানমন্ত্রীকে স্বাগতও জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীকে বি. চৌধুরী স্বাক্ষরিত চিঠি দেওয়ার পাশাপাশি বিকল্প ধারার মহাসচিব মেজর অব. মান্নান স্বাক্ষরিত একটি চিঠি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগামী ১ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গেও সংলাপে বসছেন শেখ হাসিনা। আজ সকালেই ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপের ব্যাপারে জানানো হয়।

বাংলা ইনসাইডার/এসআর/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭