ইনসাইড বাংলাদেশ

আদালত বর্জন করে বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 31/10/2018


Thumbnail

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টে করা আপিলে খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছর করার প্রতিবাদে আদালত বর্জনের কর্মসূচি পালন করছেন বিএনপিপন্থী আইনজীবীরা

আজ বুধবার সকালে বার ভবন থেকে সুপ্রিম কোর্টে প্রবেশের মুখের কলাপসিবল গেটে তালা লাগিয়ে তাঁরা বিক্ষোভ শুরু করেন।

সকাল ৯টায় সুপ্রিম কোর্ট ভবনের দ্বিতীয় তলায় আইনজীবী সমিতির সভাপতির কক্ষের সামনে তারা অবস্থান নিয়ে বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ করছেন।

অপরদিকে বিএনপিপন্থী আইনজীবীদের আদালত বর্জনের মধ্যেও সকাল ৯টায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত সদস্যের বিচারপতির বেঞ্চে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। এ ছাড়াও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যক্রমও নির্ধারিত সময়ে শুরু হয়েছে।  

বিএনপিপন্থী আইনজীবীরা এসময় ‘বর্জন চলছে চলবে’, ‘স্বৈরাচারের বিরুদ্ধে বর্জন চলছে চলবে’ ইত্যাদি শ্লোগান দিতে দেখা যায়।  

গতকাল মঙ্গলবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের রায় ঘোষণার পর দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন আজ বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা আদালত বর্জনের ঘোষণা দেন।

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭