ইনসাইড বাংলাদেশ

‘প্রত্যেক বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 31/10/2018


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইতিমধ্যে রাজশাহী, সিলেট ও চট্টগ্রামে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থাপন কাজ চলছে। পর্যায়ক্রমে দেশের সব বিভাগেই মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে।

আজ বুধবার বেলা ১২টার দিকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। মহাখালীর বক্ষব্যাধি হাসপাতাল প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া এস্টাবলিস্টমেন্ট অব ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার উদ্বোধনসহ আরও ৮টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের সকল মেডিকেল কলেজের সার্বিক উন্নয়নে পরিকল্পনা  হাতে নেওয়া হয়েছে।  এছাড়া পোড়া রোগীদের চিকিৎসায় অত্যাধুনিক বার্ন ইনস্টিটিউট ও অন্যান্য হাসপাতাল নির্মাণের কথাও উল্লেখ করেন তিনি। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এত হাসপাতাল, এত ইনস্টিটিউট হওয়ার ফলে শুধু দেশের চিকিৎসা সেবাই উন্নত হয়নি, একই সঙ্গে কর্মসংস্থানেরও সৃষ্টি হয়েছে।

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার দেশের মানুষের গড় আয়ু বেড়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী চিকিৎসকদের স্বাস্থ্যখাতে গবেষণা বাড়ানোর তাগিদ দেন। এছাড়া চিকিৎসকদের মানুষের সেবা করার মহৎ উদ্দেশ্য নিয়ে চিকিৎসা সেবাকে একটি ব্রত হিসেবে গ্রহণ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী নিজ বক্তব্যে আওয়ামী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কথাও উল্লেখ করেন। দীর্ঘমেয়াদে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

২৫০ শয্যা বিশিষ্ট শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। বাংলাদেশে এই প্রথম এ ধরনের হাসপাতাল নির্মাণের উদ্যগ নেওয়া হলো।

বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭