ইনসাইড পলিটিক্স

সংলাপ শেষ হয়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/11/2018


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সংলাপ শেষ হয়েছে। সন্ধ্যা ৭ টা থেকে শুরু হয়েছে রাত পৌনে ১১ টাপর্যন্ত প্রায় চার ঘণ্টাব্যাপী টানা সংলাপ চলে। প্রধানমন্ত্রীর সূচনা বক্তব্যের মধ্যে দিয়ে সংলাপ শুরু হয়। আর প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে দিয়েই শেষ হয়েছে সংলাপের।

সংলাপ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সংলাপ ভালো হয়েছে।

সংলাপের ব্যাপারে মন্তব্য করতে গিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ডা. জাফরুল্লাহ বলেছেন, ‘সবার মুখেই ছিল হাসি।’ 

সংলাপ শেষে বিএনপির নেতারা একে একে বের হয়ে আসেন। সাংবাদিকরা তাদের কাছে নানা প্রশ্ন করলেও উত্তর পাওয়া যায়নি। শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,‘ সংলাপে আমরা সন্তুষ্ট নই’। এর বেশি কিছু তিনি বলতে রাজি হননি।  

বাংলা ইনসাইডার/জেডএ  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭