ইনসাইড বাংলাদেশ

‘আলোচনার পথ এখনও খোলা আছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/11/2018


Thumbnail

জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আওয়ামী লীগের সংলাপ শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ‘সংলাপে খোলামেলা আলোচনা হয়েছে। আলোচনা অব্যাহত থাকবে। নির্বাচনে অংশ নেয়ার জন্য ঐক্যফ্রন্টকে আহ্বান জানানো হয়েছে এবং আলোচনার পথ এখনও খোলা আছে।’

আজ বৃহস্পতিবার রাত ১১ টার দিকে সংলাপ শেষে গণমাধ্যমে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ড. কামাল হোসেনসহ অন্যান্য নেতারা যে যা বলতে চেয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অখণ্ড মনোযোগ দিয়ে শুনেছেন। একেকজন দুই বার, তিন বার বক্তব্য রেখেছেন, কেউ বাধা দেয়নি। আমাদের নেতারাও বক্তব্য রেখেছেন। তারা কিছু অভিযোগ করেছেন, সে পরিপ্রেক্ষিতে আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি।

সেতুমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলে দিয়েছেন, সভা-সমাবেশ ও মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। কিন্তু রাস্তা বন্ধ না করে, কোনো একটা মাঠে- সোহরাওয়ার্দী উদ্যানে তাদের জন্য একটি কর্নার করে দেওয়া হবে।’

বিদেশি পর্যবেক্ষক প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বিদেশি পর্যবেক্ষক আসবে, সে ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই।’

খালেদা জিয়ার মামলার প্রসঙ্গে তিনি বলেন, ‘কেয়ারটেকার সরকারের সময় এই মামলাগুলো দেওয়া হয়েছিল। কেয়ারটেকার সরকারে যারা ছিল, তারা তো বিএনপির লোক ছিল। এ বিষয়ে আমাদের বলার কিছু নাই? এই মামলার বিষয়ে আইন-আদালত ভালো বুঝবে।’

রাজনৈতিক মামলার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী ঐক্যফ্রন্টের কাছে রাজনৈতিক মামলাগুলোর তালিকা চেয়েছেন। সেগুলো তদন্ত করে দেখা হবে।’  

বাংলা ইনসাইডার/আরকে

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭