ইনসাইড পলিটিক্স

২০ দলের হতাশা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/11/2018


Thumbnail

বিএনপির সঙ্গে দীর্ঘদিন ধরে রাজনীতি করছে ২০ দল। অথচ এই সংলাপে বিএনপি ছাড়া ২০ দলের অন্য কোন প্রতিনিধি উপস্থিত ছিলেন না। ২১ জন প্রতিনিধির মধ্যে ছিলেন না কর্নেল অলি আহমদের মত রাজনীতিবিদ। এ ব্যাপারে অলি আহমেদ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, ‘২০ দলের যে ভোট আছে। ঐক্য প্রক্রিয়া, গণফোরাম, নাগরিক ঐক্যর এর এক তৃতীয়াংশ ভোটও নেই। তারপরও তাদেরকে নিয়ে বিএনপি সংলাপ করছে। এটা খুব বিস্ময়কর এবং হাস্যকর। বিএনপি এই যে জোট করেছে, সেটাও হাস্যকর। ’

তিনি মনে করেন যে, ‘বিএনপিকে এখনি সিদ্ধান্ত নিতে হবে। বিএনপি কী করবে? যদি বিএনপি নির্বাচনে যেতে চায়, তাহলে এখনি সিদ্ধান্ত নেয়া উচিত। অথবা যদি নির্বাচন বর্জন করে যদি বিএনপি আন্দোলন করতে পারে। তাহলে সেটা করা উচিত। কিন্তু এই দোদুল্যময়তা ২০ দল ও বিএনপিকে ভাঙ্গনের দিকে নিয়ে যাবে। এবং বিএনপির অস্তিত্বকে বিলীন করতে পারে।’

তিনি মন্তব্য করেছেন যে, বিএনপি এখন অস্তীত্বের সংকটে ভুগছে। গতকাল সংলাপের পর আজ সকালে তিনি ২০ দলের বিভিন্ন নেতাদের সঙ্গে আলাপকালে এ ধরনের কথা বলেছেন বলে জানা গেছে।

বাংলা ইনসাইডার



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭