ইনসাইড পলিটিক্স

মাহী থাকছেন না সংলাপে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/11/2018


Thumbnail

ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপের পর এবার অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আগামী নির্বাচন নিয়ে এই সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ দলীয় জোটের প্রতিনিধিদলের নেতৃত্ব দিবেন। অন্যদিকে ১৫ সদস্য বিশিষ্ট দলের নেতৃত্ব দিবেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

কিন্তু আজ সংলাপে থাকছেন না মাহী বি চৌধুরি। অনেকেই মনে করেন, বিকল্প ধারা ঐক্যফ্রন্ট ও ড. কামাল হোসেনের সঙ্গে যে যুক্ত হতে পারলেন না। তার নেপথ্যে ছিলেন মাহী বি চৌধুরি।

মূলত মাহী বি চৌধুরির অবস্থানের কারণেই স্বাধীনতা বিরোধী এবং যুদ্ধাপরাধীদের সঙ্গে কোন সম্পর্ক নয়। এই নীতিতে অটল থাকে বিকল্প ধারা। সেই সময় বিকল্প ধারা আরও কিছু রাজনৈতিক দল নিয়ে যুক্তফ্রন্ট গঠন করেছে এবং এই যুক্তফ্রন্ট নিয়ে বদরুদ্দোজা চৌধুরী সংলাপে যাচ্ছেন।

তবে এই সংলাপে বিকল্প ধারা বা যুক্তফ্রন্টের মূল থিংক ট্যংক মাহী বি চৌধুরি থাকছেন না। কারণ, জানা গেছে তিনি দেশের বাইরে অবস্থান করছেন।



বাংলা ইনসাইডার/এমআরএইচ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭