ইনসাইড পলিটিক্স

যুক্তফ্রন্টকে ধন্যবাদ জানাবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/11/2018


Thumbnail

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপ করতে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের একটি প্রতিনিধিদল গণভবনে পৌঁছেছেন। 

গতকালের ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপের মত আজকের সংলাপেও প্রধানমন্ত্রী স্বাগত ভাষণ রাখবেন। স্বাগত ভাষণের মাধ্যমে তিনি সংলাপের দরজা উম্মুক্ত করবেন। তারপর অন্যান্য দলের নেতারা বক্তব্য রাখবেন।

একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছেন। মুক্তিযুদ্ধের পক্ষে দৃঢ় অবস্থানের কারণে বিকল্প ধারা এবং যুক্তফ্রন্টকে ধন্যবাদ জানাতে পারেন। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলতে পারেন , ‘স্বাধীনতা বিরোধী শক্তিদের সঙ্গে যে কোন ঐক্য নয়’- বিকল্প ধারা যে ঘোষণা দিয়েছে। সেই অবস্থান ধরে রাখার জন্য ধন্যবাদ জানাবেন। এই ঘোষণাই বাংলাদেশের রাজনীতির ভিত্তিমূল হওয়া উচিত বলে মন্তব্য করতে পারেন প্রধানমন্ত্রী। এছাড়াও প্রধানমন্ত্রী গত ১০ বছরে সরকারের অগ্রগতি ‍ও উন্নয়নের চিত্র তুলে তুলে ধরবেন। গণতন্ত্র এগিয়ে নেয়ার জন্য একসঙ্গে কাজ করার জন্য আহ্বান জানাবেন।


বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭