ইনসাইড বাংলাদেশ

সংলাপের সূচনা বক্তব্যে যা বললেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/11/2018


Thumbnail

যুক্তফ্রন্টের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে চান। আজ শুক্রবার সন্ধ্যায় গণভবনের ব্যাংকুয়েট হলে যুক্তফ্রন্টের সঙ্গে আওয়ামী লীগ ও ১৪ দলের সংলাপের সূচনা বক্তব্যে একথা বলেন তিনি।

এসময় শেখ হাসিনা বলেন, আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচব করতে চাই, যেন জনগণ তাদের নেতৃত্ব খুঁজে নিতে পারে। কিভাবে সেই নেতৃত্ব খুঁজে নিতে পারে, সেটার চূড়ান্ত একটা ব্যবস্থা করাটাই আমাদের লক্ষ্য।

প্রধানমন্ত্রী আরও বলেন, অনেক ঘাত-প্রতিঘাত ও বাধা অতিক্রম করে আমরা গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখছি। জনগণের কল্যাণে কাজ করছি। দেশ এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নের ধারা অব্যাহত থাকুক, এটাই আমরা চাই। গণতান্ত্রিক ধারা বজায় থাকলে দেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারে, আমরা সেই সুযোগ সৃষ্টি করতে চাই।

এরআগে, প্রধানমন্ত্রী গণভবনকে জনগণের ভবন অভিহিত করে গণভবনে যুক্তফ্রন্ট নেতাদের স্বাগত জানান এবং আসার জন্য ধন্যবাদ জানান।

বাংলা ইনসাইডার/বিকে

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭