কালার ইনসাইড

অভিনেত্রী তকমাটা আমাকে বাংলাদেশ দিয়েছে : রাতশ্রী দত্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/04/2017


Thumbnail

কলকাতার মেয়ে রাতশ্রী দত্ত সম্প্রতি নায়িকা হয়েছেন বাংলাদেশের একটি ছবিতে। অথচ পড়াশোনা শেষ করে সম্পূর্ণ ভিন্ন একটি ক্ষেত্রে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। আবার এ সবের পাশাপাশি তার একটি সাংস্কৃতিক মননও রয়েছে। ‘রবি ও রথী’ শীর্ষক একটি অনুষ্ঠানের প্রযোজনাও করছেন।

অভিনয়ের সিদ্ধান্তটা কতদিন আগের?
২০১৪ সাল থেকেই মডেলিং-অভিনয় শুরু করি। আর আমার প্রথম ছবি রিলিজ কিন্তু বাংলাদেশের। ছবির নাম তুখোড়। 

প্রথমেই বাংলাদেশের ছবি কেন?
আসলে আমি যেহেতু মডেল হিসেবে কাজ করতাম, তাই কলকাতায় অভিনয়ের সুযোগটা সেভাবে পাইনি। তাই বাংলাদেশ থেকে যখন প্রথম আমাকে ছবিটা অফার করে, যেহেতু গল্পটা ভাল ছিল আর আমি ভীষণ ভাবে অভিনয় করতে চাইতাম, তাই অফারটা আমি নিয়ে নিই। এই মুহূর্তে কলকাতার যারা বাংলাদেশে কাজ করছেন, শ্রাবন্তী বলুন বা পাওলি দাম বলুন, সবাই কিন্তু একটা ব্র্যান্ড নিয়ে এসেছেন এখানে আর আমার ক্ষেত্রে ঠিক উল্টোটা। বলা যায় অভিনেত্রী তকমাটা আমাকে বাংলাদেশ দিয়েছে।

কাজ করার অভিজ্ঞতা কেমন?
অভিজ্ঞতা খুবই ভাল এবং আগামী দিনে এখানে আরও কিছু কাজ রয়েছে। ওপারেও কিছু নতুন ছবির কথাবার্তা চলছে কিন্তু সেই নিয়ে এখনই কিছু বলতে চাই না। তবে এই মুহূর্তে সমদর্শীর সঙ্গে একটা ছবি করছি। আর তিন দিন মতো শ্যুটিং বাকি রয়েছে। মৃত্যুঞ্জয় প্রামানিকের ছবি।

এবার একটু ব্যক্তিগত প্রশ্ন করি, কোনও বিশেষ সম্পর্কে রয়েছন?
নাহ্। ছিলাম কিন্তু এখন নেই। এখন আক্ষরিক অর্থেই সিঙ্গেল।

অভিনয় ছাড়া আপনার আর কি শখ?
আমি সবচেয়ে বেশি ভালবাসি রান্না করতে আর নাচ করতে। আমার ডিপ্রেশন কাটে রান্না করে। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে কীসে তোমার স্ট্রেংথ আছে, আমি একটাই কথা বলব— ওয়ান অ্যান্ড ওনলি রান্না। 


বাংলা ইনসাইডার/এমআরএইচ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭