ইনসাইড বাংলাদেশ

‘নির্বাচনে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/11/2018


Thumbnail

আগামী সংসদ নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।  

আজ শনিবার সকালে ঢাকার নাজিমুদ্দিন রোডে সাবেক কেন্দ্রীয় কারাগারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন।  

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষা করা নির্বাচন কমিশনের দায়িত্ব। তবে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগের চেয়ে এখন অনেক দক্ষ। পেশাদারিত্বেও তারা অনেক সক্ষম। সুতরাং কেউ যদি কোনোও ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাহলে তারা সেটা মোকাবেলা করবে।’

উল্লেখ্য আগামীকাল রোববার (৪ নভেম্বর) আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। ডিসেম্বরের শেষ সপ্তাহ কিংবা জানুয়ারিতে নির্বাচন হতে পারে।

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ    

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭