ইনসাইড বাংলাদেশ

‘ড. কামাল হোসেনের কমিটমেন্ট নেই’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/11/2018


Thumbnail

জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন কোন কিছুর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ নন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আজ বৃহস্পতিবার কলকাতার মোহরকুঞ্জে অষ্টম বাংলাদেশ বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘ডাক্তার কামাল হোসেন একজন শিক্ষিত ব্যক্তি। তার মেধা দেখেই জাতির পিতা বঙ্গবন্ধু তাকে সংবিধান রচনার কাজে নিয়োগ দিয়েছিলেন। তবে তার কোন কিছুর প্রতি ‘কমিটমেন্ট’ খুবই কম।’ 

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, ‘আমার বিবেচনায় বিরোধী দলের নির্বাচনে জয়লাভ করার সম্ভাবনা অত্যন্ত ‘লিমিটেড, ভেরি ভেরি লিমিটেড’। তাই তাদের দুঃখ করার অনেক কারণ রয়েছে।’

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭