ইনসাইড বাংলাদেশ

‘জাতীয় পার্টি কোনো তালিকা নিয়ে সংলাপে যাবে না’   

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/11/2018


Thumbnail

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আমরা কোনো তালিকা নিয়ে সংলাপ অংশগ্রহণ করবো না। আমরা চাই সবার অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন। সংলাপে আমরা আসন বণ্টন নিয়ে আলোচনা করব। জাতীয় পার্টি আসন বেশি পেলে ক্ষমতায় যাওয়ার সুযোগ সৃষ্টি হবে।’

আজ শনিবার বিকালে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গুঠাইল স্কুল অ্যান্ড কলেজ মাঠের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।  

হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, ‘আগামী নির্বাচনই হয়তো আমার জীবনের শেষ নির্বাচন। আমরা ক্ষমতায় গেলে মানুষ সুখে-শান্তিতে থাকবে। আমরা সরকার পরিচালনা করলে কোনো মানুষ খুন, গুম হবে না। কোনো মায়ের অশ্রু ঝরবে না। সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।’  

বিএনপির সমালোচনা করেন সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘দলটি (বিএনপি) আমাকে বিনা বিচারে ৬ বছর কারাগারে রেখেছিল। এখন সেই দলের প্রধান আদালতে দোষী সাব্যস্ত হয়ে কারাগারে আছেন। আর সেই নেত্রীর ছেলেও আদালতে দোষী সাব্যস্ত হয়ে বিদেশে পলাতক আছে, সেও দেশে ফিরতে পারবে না। তাই এখন দেশের রাজনীতির মাঠে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি আছে। শক্তিশালীভাবে নির্বাচন করলে আমরা ক্ষমতায় যেতে পারব।’

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭