ইনসাইড সাইন্স

শাওমি নতুন নোটবুক আনছে আগামীকাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/11/2018


Thumbnail

স্মার্টফোন বাজারে সফলতার পরে এবার নোটবুকের দিকে মনোযোগী হয়েছে চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। আর তাই নতুন একটি নোটবুক বাজারে আনার ঘোষণা দিয়েছে তাঁরা।

শাওমী ‘এমআই নোটবুক’ নামের নোটবুকটি আগামীকাল মঙ্গলবার বাজারে আনার ঘোষণা দিতে যাচ্ছে। আর এরই মধ্যে শাওমি নোটবুকটির একটি অফিসিয়াল টিজার ভিডিও প্রকাশ করেছে।

এর আগে শাওমি ১৩ দশমিক ৩ ইঞ্চি এবং ১৫ দশমিক ৬ ইঞ্চির দুটি নোটবুক এনেছিলো। তার মধ্যে একটি ছিল কোর আই ৫ এবং অন্যটি কোর আই ৭ প্রসেসরের। সর্বশেষ আসন্ন টিজারটির ভিডিওতে দেখা গেছে, নতুন নোটবুকটির ডিসপ্লে আগেরগুলোর মতোই হবে। তবে সেটিতে থাকবে ইনটেল কোর আই থ্রি চিপসেট।

তবে সেই আই ৩ চিপসেটের সঙ্গে কোর আই ৫ কিংবা কোর আই ৭ প্রসেসর থাকবে কিনা, কিংবা আরও ডাউনগ্রেডের হবে কিনা সেটা টিজার দেখে বোঝা যায়নি।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, শাওমি এমআই নোটবুকটিতে থাকছে ইনফিনিটি কাস্টমস স্পিকার এবং ডলবি অ্যাটমস সাউন্ড ইফেক্টস। আরও থাকছে ইউএইচএস-টু কার্ড স্লট। যা ভিডিও এডিটিংয়ে আগের চেয়েও ভালো ফল দেবে। থাকছে উইন্ডোজ হ্যালো সংস্করণ, ফিঙ্গারপ্রিন্ট আনলক সুবিধাও থাকবে।

নোটবুকটি চীনের মুদ্রায় দাম শুরু হবে ৪ হাজার ৯৯৯ ইউয়ান থেকে। আমাদের দেশি টাকায় বা প্রায় ৬১ হাজার টাকা।

বাংলা ইনসাইডার/এসএইচ/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭