টেক ইনসাইড

ম্যালেরিয়া শনাক্ত করবে কুকুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/11/2018


Thumbnail

সারাবিশ্বে ম্যালেরিয়া অবশ্যই একটি মহামারির নাম। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে, বিশ্বের জনসংখ্যার প্রায় অর্ধেক এই রোগের ঝুঁকিতে।

নতুন গবেষণা অনুযায়ী, ধারণা করা হয় কুকুর নিশ্চিতভাবে গন্ধ শুঁকে ম্যালেরিয়া শনাক্ত করতে পারে।

ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ে কুকুর আসলে কতটা সহায়তা করতে পারে?

ধারণা করা হয়, কুকুর নিশ্চিতভাবে গন্ধ শুঁকে ম্যালেরিয়া শনাক্ত করতে পারে। যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ের স্টিভ লিন্ডসে এ বিষযে বলেছেন, ‘আমরা জানি যে, ম্যালেরিয়া বহনকারী মানুষ এক ধরনের রাসায়নিক উৎপাদন করে। সেটা হয় তাদের নিঃশ্বাসে বা রক্তে। এই গন্ধ প্রকৃতপক্ষে মশা থেকে আসতে পারে। আমরা মনে করি কুকুরেরা এই গন্ধগুলি গ্রহণ করে যা মশা নিতে পারে।’

গবেষণার জন্য গ্যাম্বিয়ার শিশুদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। তাদের ব্যবহার করা নাইলনের মোজা যুক্তরাজ্যে নেওয়া হয় এবং পরীক্ষার জন্য ব্যবহার করা হয়। শিশুদের যদি ম্যালেরিয়া থাকে তাহলে ৭০ শতাংশ ক্ষেত্রে কুকুর তা সঠিকভাবে ধরতে পারে।

বিভিন্ন বিমানবন্দরে আক্রান্ত মানুষদের চিহ্নিত করতে এবং রোগের বিস্তার ঠেকাতে কুকুর ভূমিকা রাখতে পারে। তবে সরাসরি কুকুরকে এই কাজে নামানোর আগে আরও গবেষণা প্রয়োজন।

সূত্র: বিবিসি

বাংলা ইনসাইডার/এসএইচ/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭