ইনসাইড পলিটিক্স

৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেবে ঐক্যফ্রন্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/11/2018


Thumbnail

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ মঙ্গলবার দুপুরে জনসভা করবে জাতীয় ঐক্যফ্রন্ট। ১১ দফা লক্ষ্য ও সাত দফা দাবিতে এই জনসভা। আর এই জনসভা থেকেই দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যফ্রন্ট ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেবে বলে জানা গেছে।

জানা গেছে, আজ বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে জনসভা। বক্তব্য রাখবেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় ঐক্যফ্রন্টের সিনিয়র নেতারা।

যুক্তফ্রন্ট ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, জনসভায় থেকে কর্মসূচি দেওয়ার পূর্ব-ঘোষণা থাকলেও তেমন কোনো কর্মসূচি দেওয়া হবে না। তবে রাজশাহীসহ কয়েকটি এলাকায় পরবর্তীতে জনসভার ঘোষণা দেওয়া হবে আজই। আজকের জনসভা থেকেই নির্বাচনের তফসিল পেছাতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানানো হবে। এছাড়া জনসভা থেকে ঘোষণা আসবে, ৪৮ ঘণ্টার মধ্যে যদি ৭ দফার স্পষ্ট সমাধান না হলে লং মার্চ, অসহযোগসহ বিভিন্ন ধরনের কর্মসূচি প্রদানের হুশিয়ারি দেওয়া হবে।

বাংলা ইনসাইডার/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭