ওয়ার্ল্ড ইনসাইড

কংগ্রেসের নিয়ন্ত্রণ যাচ্ছে ডেমোক্রেটদের হাতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/11/2018


Thumbnail

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছেন ডেমোক্রেটরা। দেশটির মধ্যবর্তী নির্বাচনের আংশিক ফলাফলে এমন তথ্যই উঠে এসেছে। সিএনএন এ তথ্য জানিয়েছে।

এবারের মধ্যবর্তী নির্বাচনকে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সি বিষয়ে গণভোট হিসেবে দেখা হচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ৪৩৫ জন প্রার্থী নির্বাচিত হবেন এবং সিনেটের ১০০ আসনের মধ্যে ৩৫ জন নির্বাচিত হবেন। পাশাপাশি ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৩৬টির গভর্নরও এতে নির্বাচিত হবেন।

বর্তমানে কংগ্রেসে রিপাবলিকান পার্টির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, যা ট্রাম্পকে ক্ষমতায় টিকে থাকতে সাহায্য করছে। ডেমোক্রেটরা মনে করছে, এবারের নির্বাচনে তারা প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পাবে। যার ফলে ট্রাম্পের বিভিন্ন সিদ্ধান্ত তারা আটকে দিতে কিংবা বিলম্বিত করাতে পারবেন।

যুক্তরাষ্ট্রের ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক নারী প্রার্থী অংশ নিয়েছেন এবারের নির্বাচনে। এটি এবারের নির্বাচনের একটি লক্ষণীয় দিক। নারী প্রার্থী বৃদ্ধির বহু কারণ রয়েছে। বেশ কয়েকজন প্রার্থী জানিয়েছেন, ২০১৬ সালের নির্বাচনে হিলারি ক্লি্নটনের হেরে যাওয়ার অপূর্ণতা পূরণ করাই তাদের নির্বাচনে অংশ নেওয়ার বড় কারণ। তবে ট্রাম্পের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে বাড়তে থাকা ক্ষোভকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অন্যতম কারণ বলে জানিয়েছেন অধিকাংশ প্রার্থী।

বাংলা ইনসাইডার/এএইচসি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭