ইনসাইড পলিটিক্স

সংলাপে ঐক্যফ্রন্টের তিন প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/11/2018


Thumbnail

প্রধানমন্ত্রীকে রেখেই শর্তসাপেক্ষে নির্বাচনে যাওয়ার ব্যাপারে রাজি হয়েছে ঐক্যফ্রন্ট। নির্বাচনের বিষয়ে নিজেদের দাবি পরিষ্কার করে সংলাপে তিন দফা প্রস্তাব দিয়েছে জোটের নেতারা। আজ গণভবনে প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে ঐক্যফ্রন্ট নেতারা তিন দফা প্রস্তাব দেন।

প্রস্তাবগুলো হলো:

১। সংসদ ভেঙ্গে দিতে হবে।

২। প্রধানমন্ত্রীকে নিষ্ক্রিয় করতে হবে। নির্বাচনকালীন সরকারে প্রধানমন্ত্রীর ক্ষমতা রাষ্ট্রপতি ভোগ করবেন। প্রধানমন্ত্রী থাকলেও তিনি হবেন নিষ্ক্রিয়।

৩। ম্যাজেস্ট্রেসি পাওয়ার দিয়ে নির্বাচনের ১০ দিন আগে থেকে সেনাবাহিনী মোতায়েন করতে হবে।

ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট নূন্যতম এই ৩টি দাবি অর্জিত হলে নির্বাচনে যাবেন বলে জানিয়েছেন।

গণভবনে জাতীয় ঐক্যফ্রন্ট ও প্রধানমন্ত্রীর মধ্যকার সংলাপ শুরু হয়েছে বেলা সোয়া ১১ টায়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বেলা ১২ টার দিকেও সংলাপ চলছিল।

বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭