ইনসাইড পলিটিক্স

সংলাপে কঠোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/11/2018


Thumbnail

নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করা হলে তা সফল হতে দেওয়া হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ চলাকালে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা সবাইকে নিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচন চাই। দেশে সংসদীয় গণতন্ত্র, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগই। তাই আমরা চাই, নির্বাচনে সব দল অংশগ্রহণ করুক। এজন্য আমরা অনেক ছাড় দিচ্ছি। কিন্তু সংলাপের আড়ালে কেউ যদি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে সে ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। অন্তত আমি বেঁচে থাকতে এই ষড়যন্ত্র সফল হতে দেব না।’

প্রধানমন্ত্রী ঐক্যফ্রন্ট নেতাদের উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা যদি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন চান, জনগণের অধিকারের নির্বাচন চান সেটি আলাদা কথা। কিন্তু আপনাদের যদি অন্য মতলব থাকে তাহলে সেই মতলব ঝেড়ে ফেলুন। আমি বেঁচে থাকতে সেই মতলব সফল হতে দেব না।’

গণভবনে জাতীয় ঐক্যফ্রন্ট ও প্রধানমন্ত্রীর মধ্যকার সংলাপ শুরু হয় বেলা সোয়া ১১ টায়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দুপুর ১টার দিকেও সংলাপ চলছিল।

বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭