ইনসাইড বাংলাদেশ

‘জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের কথায় নমনীয়তা ছিল’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/11/2018


Thumbnail

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সংলাপে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের কথা-বার্তায় নমনীয়তা লক্ষ্য করা গিয়েছে।’

আজ বুধবার গণভবনে ১৪ দলের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা দ্বিতীয় দফায় সংলাপ হয়। সংলাপ শেষে সাংবাদিকদেরকে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, ‘আজকের সংলাপে তাঁরা নির্বাচনকে পরবর্তী নব্বই দিনে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে, এটা নেহায়েত একটা নির্বাচন পিছিয়ে দেওয়ার বাহানা। এই নির্বাচন পিছিয়ে দেওয়ার মধ্যে দিয়ে হয়তো ফাঁকফোকর খুলে দেওয়া হচ্ছে তৃতীয় কোনও অপশক্তি এসে ওয়ান ইলেভেনের মত ঘটনার পুনরাবৃতি ঘটাতে। আমরা সেটাই মনে করছি।’

সেতুমন্ত্রী আরও বলেন, ‘আমাদের নেত্রী শেখ হাসিনা জাতীয় ঐকফ্রন্টের নেতাদের বলেছেন, আপনারা নির্বাচনে আসেন, আমি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে দেখিয়ে দেব যে, আমি যা বলেছি সেটাই সঠিক, বাংলাদেশের জনগনের সঙ্গে প্রতারণা মূলক কোনও অভিসন্ধি নিয়ে কাজ করি না। জনগণ আমাদের ভোট দিলে আমরা থাকবো। আপনারা জিতলে আপনারা জিতবেন। নির্বাচনে কোনও প্রকার জালিয়াতি কারচুপি হবে না। একটা ভালো নির্বাচন হবে, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘নির্বাচনে বিদেশি পর্যবেক্ষরা যেন যে কোনও কেন্দ্রে যেতে পারে, তাঁরা যেভাব চান, সেভাবে নির্বাচন কমিশন অনুমতি দিলে আমাদের কোনও আপত্তি নাই।’

সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, তাঁরা সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি নিয়ে যেটা বলেছে সেটা হবে না। পৃথিবীর কোনো দেশে সেটা হয় না। নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে।’

এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন যে, সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

আজ বেলা ১১টা ১৫ মিনিটে গণভবনে ১৪ দলের সঙ্গে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা দ্বিতীয় দফায় সংলাপে বসেন। বেলা সোয়া ২ টার দিক সংলাপ শেষ হয়।

এর আগে সকাল পৌনে ১০টায় ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসা থেকে ঐক্যফ্রন্টের নেতারা গণভবনের উদ্দেশ্যে রওয়ানা করেন এবং পৌনে ১১ টার দিকে তাঁরা গণভবনে পৌঁছান।

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭