ইনসাইড বাংলাদেশ

‘আবারও সংলাপ হতে পারে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/11/2018


Thumbnail

জাতীয় ঐক্যফ্রন্ট ও সরকারের মধ্যে ছোট পরিসরে আবারও অনানুষ্ঠানিক সংলাপ হতে পারে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

আজ বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে ঐক্যফ্রন্টের দ্বিতীয় দফা সংলাপ শেষে আমির হোসেন আমু এ কথা বলেন। জাতীয় ঐক্যফ্রন্টের আবারও সংলাপে বসার আবেদনের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এছাড়া বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদও পুনরায় সংলাপের সম্ভাবনার কথা জানিয়েছেন। সাংবাদিকদের তিনি বলেন, আনুষ্ঠানিক আলোচনা আজকেই শেষ। তবে তফসিল ঘোষণার পর ঐক্যফ্রন্ট চাইলে আবারও বসতে আপত্তি নেই।

গণভবনে জাতীয় ঐক্যফ্রন্ট ও প্রধানমন্ত্রীর মধ্যকার সংলাপ শুরু হয় বেলা সোয়া ১১ টায়। দুই পক্ষের অনড় অবস্থানের কারণে সোয়া দুইটার দিকে কোনো সমঝোতা ছাড়াই সংলাপ শেষ হয়।

বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭