ওয়ার্ল্ড ইনসাইড

মার্কিন মধ্যবর্তী নির্বাচন: ইতিহাস গড়লেন নারীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/11/2018


Thumbnail

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন দুই মুসলিম এবং দুই আদিবাসী নারী। প্রথমবারের মতো মুসলিম এবং আদিবাসী নারীরা দেশটির কংগ্রেসের সদস্য হতে যাচ্ছেন। সিএনএন এ তথ্য জানিয়েছে।

ইলহান ওইমার এবং রাশিদা তালিব মার্কিন কংগ্রেসে প্রথম মুসলিম নারী হিসেবে নির্বাচিত হয়েছেন। ওইমার মিনেসাটা এবং রাশিদা মিশিগান থেকে নির্বাচনে অংশ নেন। অন্যদিকে প্রথম আদিবাসী নারী হিসেবে কংগ্রেসে নির্বাচিত হয়েছেন ক্যানসাস রাজ্যের শারিস ডেভিডস এবং নিউ মেক্সিকো রাজ্যের ডেব্রা হলান্ড। এরমধ্যে ডেভিডস সমকামীদেরও প্রতিনিধিত্ব করছেন। এছাড়া আলেক্সান্দ্রিয়া ওকাসিও কর্টেজ সর্বকনিষ্ঠ নারী হিসেবে মধ্যবর্তী নির্বাচনে জয়লাভ করেছেন। ২৯ বছর বয়সী এই নারী নিউইয়র্ক থেকে জয় পেয়েছেন। ইতিহাস গড়া এই পাঁচ নারীই ডেমোক্রেটিক পার্টির সদস্য।

এবারের নির্বাচনে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক নারী প্রার্থী অংশ নিয়েছিলেন। এটি এবারের নির্বাচনের আরেকটি লক্ষণীয় দিক। সবকিছু মিলিয়ে এবারের নির্বাচনকে নারীদের ইতিহাস গড়ার নির্বাচন হিসেবেই অভিহিত করা হচ্ছে।

বাংলা ইনসাইডার/এএইচসি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭