ওয়ার্ল্ড ইনসাইড

শীর্ষ উলফা নেতা পরেশ বড়ুয়ার মৃত্যু নিয়ে রহস্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/11/2018


Thumbnail

আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) শীর্ষ নেতা পরেশ বড়ুয়া মারা গেছেন। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতের একাধিক সংবাদমাধ্যম। অবশ্য তাঁর মৃত্যু হয়নি বলেও দাবি উঠেছে।

গোয়েন্দা কর্মকর্তাদের সূত্রে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, দুই সপ্তাহ আগে মিয়ানমার-চীন সীমান্তে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন পরেশ বড়ুয়া। এরপর থেকে তিনি একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দিন দুয়েক আগে তাঁর মৃত্যু হয় বলে দাবি করেছেন গোয়েন্দা কর্মকর্তারা।

২০০৪ সালে চট্টগ্রামে উদ্ধার হওয়া ১০ ট্রাক অস্ত্র মামলায় পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আদালত। এই উলফা নেতার মৃত্যুর বিষয়ে তার সংগঠন বা পরিবারের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। তবে ভারতের একজন সাংবাদিক দাবি করেছেন, পরেশের মৃত্যুর খবরটি সত্য নয়।

বাংলা ইনসাইডার/এএইচসি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭