ওয়ার্ল্ড ইনসাইড

অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/11/2018


Thumbnail

মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার এক টুইটবার্তায় ট্রাম্প বিষয়টি নিশ্চিত করেন। খবর বিবিসি’র।

টুইট বার্তায় ট্রাম্প বলেছেন, ‘অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস’র সেবার জন্য আমরা তাঁকে ধন্যবাদ জানাই, এবং তাঁর উন্নতি কামনা করি।’

সেশনসের চিফ অব স্টাফ ম্যাথিউ হুইটেকার ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্বপালন করবেন। এ পদে স্থায়ী নিয়োগ পরে দেওয়া হবে বলে জানিয়েছেন ট্রাম্প।

মধ্যবর্তী নির্বাচনের পরপরই অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই নির্বাচনে কংগ্রেসে ডেমোক্রেটরা জয় পাওয়ায় ট্রাম্পের ক্ষমতার লাগাম টেনে ধরা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত হন আলাবামা অঙ্গরাজ্যের সিনেটর জেফ সেশনস। তিনি প্রেসিডেন্টের অনুগত হিসেবেই পরিচিত ছিলেন। তবে গত আগস্টে ট্রাম্পের আক্রমণাত্মক মন্তব্যের পর রাজনৈতিক চাপের কাছে বিচার বিভাগ মাথা নোয়াবে না বলে সতর্কবার্তা দিয়েছিলেন সেশনস।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭