ইনসাইড বাংলাদেশ

‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা যথেষ্ট স্থিতিশীল’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/11/2018


Thumbnail

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যথেষ্ট স্থিতিশীল রয়েছে।’ 

আজ বৃহস্পতিবার বিএসএমএমইউ সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আব্দুল্লাহ আল হারুন বলেন, বেগম খালেদা জিয়া আমাদের এখানে দীর্ঘ একমাস ভর্তি ছিলেন। তার বয়স ও হাড়ক্ষয়জনিত অসুস্থতা রয়েছে। তিনি যেসব শারীরিক সমস্যা নিয়ে এসেছিলেন, আমরা চেষ্টা করেছি তাকে সবগুলোর চিকিৎসা দিতে।

খালেদা জিয়াকে সুস্থ বলা যায় কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আর্থ্রাইটিস বা এ ধরনের কিছু সমস্যা রয়েছে তার। এগুলো একেবারে নিরাময় করা সম্ভব নয়।’

বিএসএমএমইউ পরিচালক আরও বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। সেই বোর্ডের অধীনেই তিনি ফলোআপে থাকবেন এবং তাঁর ফিজিওথেরাপি চলবে।’

উল্লেখ্য, আজ বেলা ১১টা ২৩ মিনিটে খালেদা জিয়াকে হাসপাতালের ৬১২ নম্বর কক্ষ থেকে নাইকো দুর্নীতি মামলার হাজিরা দিতে আদালতে নিয়ে যাওয়া হয়। আদালতে হাজিরা শেষ হলে তাকে কারাগারে নেওয়া হতে পারে। 

গত ৬ অক্টোবর খালেদা জিয়াকে কারাগার থেকে হাসপাতালে নেয়া হয়েছিল। এরপর থেকেই তিনি বিএসএমএমইউর ৬১২ নম্বর কেবিনে চিকিৎসাধীন ছিলেন।

গত ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত। সেদিন থেকেই তিনি নাজিম উদ্দিন রোডের পুরনো কারাগারে বন্দি ছিলেন। শারীরিক অসুস্থতাজনিত কারণে গত ৬ অক্টোবর কারাগার থেকে বিএসএমএমইউ-এ নেওয়া হয় তাঁকে চিকিৎসার জন্য। এখানে থাকাবস্থাতেই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্ট সাজা বাড়িয়ে খালেদা জিয়াকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করেন। এছাড়াও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে বিশেষ জজ আদালত। তার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলাসহ আরও ৩২টি মামলা বিচারাধীন রয়েছে।

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭