ইনসাইড ইকোনমি

ভারতে কমছে চালের রপ্তানি মূল্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/11/2018


Thumbnail

ভারতের বাজারে গত তিনমাস ধরে চালের রপ্তানি মূল্য কমতির দিকে রয়েছে। সদ্য সমাপ্ত অক্টোবরে দেশটিতে রপ্তানিযোগ্য ৫ শতাংশ ভাঙা চালের দাম ছিল টনপ্রতি ৩৫০ ডলার। চলতি মাসে এই দাম আরও কমবে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।

এফএও’র প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বাজারে নতুন মৌসুমের চাল আসতে শুরু করেছে। ফলে খাদ্যপণ্যটির সরবরাহ আগের তুলনায় বেড়েছে। সে তুলনায় দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে চাল রপ্তানি বাড়েনি। অন্যদিকে মুদ্রাবাজারে ভারতীয় রুপি নড়বড়ে অবস্থানে রয়েছে। একারণে তিন মাস ধরে দেশটির বাজারে চালের রপ্তানি মূল্য কমছে।

এফএও জানিয়েছে, চলতি বছরের আগস্ট থেকে ভারতের বাজারে চালের রপ্তানি মূল্যে ধারাবাহিক মন্দাভাব চলছে। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে চালের দাম কমেছে ৩ দশমিক ৩ শতাংশ। সংস্থাটি বলছে, অক্টোবরের শুরুতে রুপির রেকর্ড দরপতন দেশটিতে চালের রপ্তানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলেছে। সবকিছু মিলিয়ে চলতি বছর ভারত থেকে আন্তর্জাতিক বাজারে চাল রপ্তানিতে মন্দাভাব বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

ভারতে বর্তমানে চালের রপ্তানিমুল্য কমতির দিকে থাকলেও চলতি বছরের প্রথম ১০ মাসে চালের গড় রপ্তানি মূল্য আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৯ শতাংশ বেড়েছে। এসময় দেশটিতে চালের গড় রপ্তানি মূল্য দাঁড়িয়েছে টনপ্রতি ৩৭৮ ডলার। বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) চাল রপ্তানিতে চাঙ্গাভাব থাকায় ভারতে চালের গড় রপ্তানি মূল্য বাড়তি রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ভারত বিশ্বের শীর্ষ চাল রপ্তানিকারক দেশ। খাদ্যপণ্যটির মোট রপ্তানি বাণিজ্যের ২৬ দশমিক ৩ শতাংশই ভারত এককভাবে সরবরাহ করে। 

বাংলা ইনসাইডার/এএইচসি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭