ইনসাইড বাংলাদেশ

নাইকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানি ১৪ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/11/2018


Thumbnail

নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের পরবর্তী শুনানির জন্য ১৪ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার পুরান ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতে অভিযোগ গঠনের আংশিক শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

এর আগে নাইকো দুর্নীটি মামলায় হাজিরা দিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের ৬১২ নম্বর কক্ষ থেকে বের করে আদালতে নিয়ে যাওয়া হয়। আদালতে হাজিরা শেষ হওয়ার পর তাঁকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

খালেদা জিয়াকে কারাগারে স্থানান্তর উপলক্ষে সকাল থেকেই শাহবাগের বঙ্গবন্ধু মেডিকেল এবং নাজিমুদ্দিন রোডের কারাগার এলাকায় নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা। হাসপাতাল থেকে বেগম জিয়ার ব্যক্তিগত জিনিসপত্র ইতিমধ্যে কারাগারে নিয়ে আসা হয়েছে বলে একজন কারা কর্মকর্তা জানিয়েছেন।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর খালেদা জিয়াকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছিল। এরপর থেকে তিনি বিএসএমএমইউর ৬১২ নম্বর কেবিনে চিকিৎসাধীন ছিলেন।

বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭