ইনসাইড গ্রাউন্ড

তুষার-নাইমরা দলে নেই কেন? ব্যাখ্যা দিলেন কোচ রোডস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/11/2018


Thumbnail

সামাজিক গণমাধ্যম ফেসবুকে গতকাল সারাদিন তুষার ইমরান, নাঈম ইসলাম ও সৌম্য সরকারকে জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলার জন্য দলে নেওয়া হয়েছে এমন গুজব রটে। কিন্তু সত্য হলো এখন পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত বোর্ডের থেকে নেওয়া হয়নি।

গুজবের ব্যাপারে বিসিবির পরিচালক এবং জাতীয় দল পরিচালনা, তত্ত্বাবধান ও পরিচর্যার দায়িত্বে থাকা ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘কই আমি তো কিছুই জানি না।‘ আর প্রথম নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘আমার জানা মতে কাউকে নতুন করে ডাকা হয়নি। সিলেট থেকে ঢাকায় দল আসলে তখন কোচের সঙ্গে বসবো। তিনি কারো কথা বললে বিবেচনা করা হবে।‘

এদিকে ঘরোয়া লিগের পারফরম্যান্স দেখে যে সব ভক্ত ও সমর্থক তুষার ইমরান ও নাইম ইসলামকে দলে নেওয়ার পক্ষে তাঁদের জন্য অপেক্ষা করছে দুঃসংবাদ। কোচ স্টিভ রোডসই চান না ঘরোয়া লিগে কিংবা জাতীয় লিগে ভালো খেলা কেউ নতুন করে বাইরে থেকে দলে সুযোগ পাক।

তুষার ইমরানদের দলে না নেওয়ার ব্যাপারে কোচের কাছে ব্যাখ্যাও রয়েছে। তাঁর মতে এখন যারা জাতীয় দলের জন্য বিবেচনা করা হচ্ছে তাঁরা জাতীয় লিগ কিংবা ঘরোয়া লিগে পারফর্ম করেই দলে এসেছে। কাজেই যারা জাতীয় দলের বাইরে রয়েছে, তাঁদের নতুন করে বিবেচনার অবকাশ নেই। এ মুহূর্তেই এনসিএলের সম্ভাব্য সেরা ব্যাটসম্যানরা সবাই জাতীয় দলের সঙ্গে আছেন।

সিলেটে ঐচ্ছিক অনুশীলনে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘জাতীয় দলের বাইরে যে সব ব্যাটসম্যান এনসিএল খেলছে, তাঁরা সবাই রানে আছে। তাঁদের প্রত্যেকে ভালো খেলছে। কিন্তু যাদের নেওয়ার কথা বলা হচ্ছে, জাতীয় দলে ব্যাটসম্যানরা তাঁদের চেয়ে বর্তমানে ভালো খেলছে এবং বেশি রান করছে।‘

বিষয়টি ব্যাখ্যা করে পরিষ্কার করেন কোচ রোডস। তিনি বলেন, ‘ নাজমুল হোসেন শান্ত সেদিন ১৮০ রানের বড় ইনিংস খেলেছে। লিটন দাসের ব্যাট থেকে এসেছে ডাবল সেঞ্চুরি। মমিনুলও সেঞ্চুরি করেছে। আরিফুলও ডাবল সেঞ্চুরিয়ান। তাঁরা সবাই দলে আছে ও প্রথম টেস্ট খেলছে। আমি মনে করি তাঁরা সবাই ভালো প্লেয়ার।‘

কোচের কথা শুনে এতোটুকু পরিষ্কার যে তরুণ ও নতুন খেলোয়াড়দের ওপরই ভরসা সবচেয়ে বেশি কোচ স্টিভ রোডসের। এদিকে এটাও যে পরিষ্কার সহসাই সুযোগ পাচ্ছেন না জাতীয় দলে টানা পারফরম্যান্সের মধ্যে থাকা খেলোয়াড়রা।

বাংলা ইনসাইডার/এসএকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭