ইনসাইড পলিটিক্স

দশ সংসদের সব তথ্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/11/2018


Thumbnail

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে আজ। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। এর আগে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে মোট ১০বার সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে৷ আসুন জেনে নেওয়া যাক এ পর্যন্ত অনুষ্ঠিত হওয়া বাংলাদেশের জাতীয় নির্বাচনের ইতিহাস:

প্রথম জাতীয় সংসদ নির্বাচন

স্বাধীন দেশে সর্বপ্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালের ৭ই মার্চ। নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৩টি আসন পেয়ে লাভ করে জয়লাভ করে বাংলাদেশ আওয়ামী লীগ।

মোট রাজনৈতিক দল – ১৫টি

প্রাপ্ত আসন – বাংলাদেশ আওয়ামী লীগ (২৯৩), জাতীয় সমাজতান্ত্রিক দল (১), বাংলাদেশ জাতীয় লীগ (১), স্বতন্ত্র (৫)।

সংসদ নেতা - শেখ মুজিবুর রহমান, মোহাম্মদ মনসুর আলী

সংসদের মেয়াদ - ২ বছর ৬ মাস

 

দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন

দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৭টি আসন পেয়ে জয়লাভ করে।

মোট রাজনৈতিক দল – ৩০টি

প্রাপ্ত আসন – বিএনপি (২০৭), বাংলাদেশ আওয়ামী লীগ-মালেক (৩৯), বাংলাদেশ আওয়ামী লীগ-মিজান (২), জাসদ (৮), মুসলিম ও ডেমোক্র্যাটিক লীগ (২০), ন্যাপ (১), বাংলাদেশ জাতীয় লীগ (২), বাংলাদেশ গণফ্রন্ট (২), বাংলাদেশ সাম্যবাদী দল (১), বাংলাদেশ গণতান্ত্রিক দল (১), জাতীয় একতা পার্টি (১) ও স্বতন্ত্র (১৬)।

সংসদ নেতা: শাহ আজিজুর রহমান

বিরোধী দলীয় নেতা: আসাদুজ্জামান খান

সংসদের মেয়াদ: ৩ বছর।

তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন

তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৮৬ সালের ৭ মে। বিএনপি এ নির্বাচন বর্জন করে। নির্বাচনে জাতীয় পার্টি ১৫৩টি আসন পেয়ে জয়লাভ করে।

মোট রাজনৈতিক দল: ১৩টি।

প্রাপ্ত আসন: জাতীয় পার্টি (১৫৩), আওয়ামী লীগ (৭৬), জামায়াতে ইসলামী বাংলাদেশ (১০), কম্যুনিস্ট পার্টি অব বাংলাদেশ (৫), ন্যাপ-মোজাফফর (২), ন্যাশনাল আওয়ামী পার্টি (৫), বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (৩), জাতীয় সমাজতান্ত্রিক দল-রব (৪), জাতীয় সমাজতান্ত্রিক দল-সিরাজ (৩), বাংলাদেশ মুসলিম লীগ (৪), বাংলাদেশ ওয়াকার্স পার্টি (৩) ও স্বতন্ত্র (৩২)।

সংসদ নেতা – মিজানুর রহমান চৌধুরী

বিরোধী দলীয় নেতা – শেখ হাসিনা

সংসদের মেয়াদ – ১৭ মাস।

 

চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন

চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৮৮ সালের ৩ মার্চ। নির্বাচনটি অধিকাংশ রাজনৈতিক দল বর্জন করায় জাতীয় পার্টি ২৫১টি আসন পেয়ে এ নির্বাচনে জয়লাভ করে।

মোট রাজনৈতিক দল: ৬টি।

প্রাপ্ত আসন: জাতীয় পার্টি (২৫১), সম্মিলিত বিরোধী দল (১৯), জাতীয় সমাজতান্ত্রিক দল-সিরাজ (৩), ফ্রিডম পার্টি (২) ও স্বতন্ত্র (২৫)।

সংসদ নেতা: ব্যরিস্টার মওদুদ আহমেদ, কাজী জাফর আহমেদ

বিরোধী দলীয় নেতা – আ. স. ম আবদুর রব

সংসদের মেয়াদ - ২ বছর ৭ মাস

 

পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন

পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি। নির্বাচনে দু’টি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপিসহ প্রায় সব রাজনৈতিক দল অংশগ্রহণ করে। এ নির্বাচনে বিএনপি ১৪০টি আসন পেয়ে জয়লাভ করে।

মোট রাজনৈতিক দল – ২১টি।

প্রাপ্ত আসন – বিএনপি (১৪০), বাংলাদেশ আওয়ামী লীগ (৮৮), জাতীয় পার্টি (৩৫), জামায়াতে ইসলামী বাংলাদেশ (১৮), বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ-বাকশাল (৫), জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ-সিরাজ (১), ইসলামী ঐক্য জোট (১), বাংলাদেশ কমিউনিস্ট পার্টি-সিপিবি (৫), ওয়ার্কার্স পার্টি (১), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি (১), গণতন্ত্রী পার্টি (১), ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ মো (১) ও অন্যান্য দল (৩)।

সংসদ নেতা – বেগম খালেদা জিয়া

বিরোধী দলীয় নেতা – শেখ হাসিনা

সংসদের মেয়াদ – ৪ বছর ৮ মাস।

 

ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন

ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি। অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচনটি বর্জন করায় বিএনপি ২৭৮টি আসন পেয়ে একতরফা জয়লাভ করে।

মোট রাজনৈতিক দল – ৩টি

প্রাপ্ত আসন – বিএনপি (২৭৮), ফ্রিডম পার্টি (১), স্বতন্ত্র (১০)

সংসদ নেতা – খালেদা জিয়া

সংসদের মেয়াদ – মাত্র ১১ দিন।

 

সপ্তম জাতীয় সংসদ নির্বাচন

সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯৬ সালের ১২ জুন। এটি ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত প্রথম সংসদ নির্বাচন। এ নির্বাচনে আওয়ামী লীগ ১৪৬টি আসনে জয়লাভ করে।

মোট রাজনৈতিক দল – ৮টি।

প্রাপ্ত আসন – আওয়ামী লীগ (১৪৬), বিএনপি (১১৬), জাতীয় পার্টি (৩২), জামায়াতে ইসলামী বাংলাদেশ (৩), ইসলামী ঐক্য জোট (১), জাতীয় সমাজতান্ত্রিক দল (১) ও স্বতন্ত্র প্রার্থী (১)।

সংসদ নেতা – শেখ হাসিনা

বিরোধী দলীয় নেতা – বেগম খালেদা জিয়া

সংসদের মেয়াদ – ৫ বছর

 

অষ্টম জাতীয় সংসদ নির্বাচন

অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০১ সালের ১ অক্টোবর। এ নির্বাচন অনুষ্ঠানের সময় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন লতিফুর রহমান। নির্বাচনে বিএনপি ১৯৩টি আসন পেয়ে জয়লাভ করে।

মোট রাজনৈতিক দল – ১৯টি

প্রাপ্ত আসন – বিএনপি (১৯৩), আওয়ামী লীগ (৬২), জামায়াতে ইসলামী বাংলাদেশ (১৭), জাতীয় পার্টি-এ-ইসলামী ঐক্য ফ্রন্ট (১৪), জাতীয় পার্টি- না-ফি (৪), জাতীয় পার্টি-মঞ্জু (১), ইসলামিক ঐক্যজোট (২), কৃষক শ্রমিক জনতালীগ (১) ও স্বতন্ত্র (৬)।

সংসদ নেতা – বেগম খালেদা জিয়া

বিরোধী দলীয় নেতা – শেখ হাসিনা

সংসদের মেয়াদ – ৫ বছর

 

নবম জাতীয় সংসদ নির্বাচন

নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০৮ সালের ২৯ ডিসেম্বর। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমদের অধীনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ ২৩০টি আসন পেয়ে জয়লাভ করে।

মোট রাজনৈতিক দল – ১০টি

প্রাপ্ত আসন – আওয়ামী লীগ (২৩০), বিএনপি (৩০), জাতীয় পার্টি (২৭), জাতীয় সমাজতান্ত্রিক দল (৩), বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি (২), লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি (১), জামায়াতে ইসলামী (২), বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি (১) ও স্বতন্ত্র (৪)।

সংসদ নেতা – শেখ হাসিনা

বিরোধী দলীয় নেতা – বেগম খালেদা জিয়া

সংসদের মেয়াদ – ৫ বছর (পূর্ণমেয়াদ)

 

দশম জাতীয় সংসদ নির্বাচন

দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৪ সালের ৫ জানুয়ারি। এ নির্বাচনে মোট ১৪৭টি আসনে ভোটগ্রহণ হয়। মোট ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয় আওয়ামী লীগ।

মোট রাজনৈতিক দল – ১৭ টি।

প্রাপ্ত আসন – আওয়ামী লীগ (৯৬), জাতীয় পার্টি (১২), ওয়ার্কার্স পার্টি (৪), স্বতন্ত্র ১৪ ও জাসদ (২)

সংসদ নেতা – শেখ হাসিনা

বিরোধী দলের নেতা – রওশন এরশাদ

সংসদ মেয়াদ: চলমান 

বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭