ইনসাইড গ্রাউন্ড

কোহলির কারণে আইপিএলে থাকছেন না বুমরাহ-ভুবনেশ্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/11/2018


Thumbnail

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী মৌসুমে থাকছেন না জাতীয় দলের অন্যতম সেরা দুই পেস বোলার জাস্প্রিত বুমরাহ ও ভুবনেশ্বর কুমার। আর এই দুইজনকে আইপিএলে খেলতে না দেওয়ার জন্য অনুরোধ করেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

আইপিএলের আগামী মৌসুমটি শুরু হবে ২০১৯ সালের এপ্রিলের প্রথম সপ্তাহে। শেষ হবে মে মাসের তৃতীয় সপ্তাহে। আর ওই মাসের ৩০ তারিখ থেকে শুরু হবে ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ। এমন গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে দলের সেরা দুই পেসারকে বিশ্রামে রাখা দরকার বলেই মনে করছেন অধিনায়ক কোহলি। সে কারণে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) কাছে এ জন্য অনুরোধও করেছেন অধিনায়ক।

যদিও কোহলির এমন অনুরোধের কোনো সিদ্ধান্তে আসেনি এখনো বোর্ড। জানা গেছে, আইপিএলের চিফ অপারেটিং অফিসার হেমাং আমিনের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছে ক্রিকেট কমিটি। এদিকে, ভারতীয় খেলোয়াড়দের কেউ দলের প্রয়োজনে আইপিএল মিস করলে সে জন্য ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে আবেদন করা হয়েছে। সে কারণে বুমরাহ ও ভুবনেশ্বরের আর্থিক ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই।

বাংলা ইনসাইডার/এসএকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭